হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়, মিথ্যাচার করা হচ্ছে দাবি লেখকের

হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়, মিথ্যাচার করা হচ্ছে দাবি লেখকের

অনলাইন ডেস্ক

টিএসসিতে গতকাল যে হামলার ঘটনা ঘটেছে তার সঙ্গে ছাত্রলীগের কোন সংশ্লিষ্ঠতা নেই বলে দাবি করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে এমন দাবিই করেছেন লেখক ভট্টাচার্য।

এসময় তিনি বলেন, প্রগতিশীলতার নামে কিছু বহিরাগতরা অভ্যন্তরীণ কোন্দলে নিজেরাই মারামারিতে লিপ্ত হয়েছিল। সেখানে ছাত্রলীগের কোন নেতাকর্মী ছিলো না।

এই হামলার সঙ্গে তারা কেউ জড়িত নয় বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ দেখে বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ছাত্রলীগের বিরুদ্ধে চলা অব্যাহত মিথ্যাচারের আরেকটি নমুনা এই হামলার অভিযোগ। ছাত্রলীগের সঙ্গে হামলার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।

আরও পড়ুন


চাকরি লাভের জন্য যে দোয়া পড়বেন

সূরা ইয়াসিন আমল করলে দুনিয়া ও আখেরাতে যে লাভ পাবেন

শপথ নিয়ে ফের কারাগারে কাউন্সিলর

কখন স্বাভাবিক হবে রাজধানীর গ্যাস সরবরাহ


লেখক বলেন, প্রগতিশীলতার নামে কিছু বহিরাগতরা ইট আর ডাব চালাচালি করেছে। ছাত্রলীগের অনেক কর্মী, যারা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে এসেছিল, তাদের ওপর ইট পাটকেল ছুড়েছে, তাতে কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং টিএসসিতে বেড়াতে আসা সাধারণ জনগণ আহত হয়েছেন। ’

ভিডিও ফুটেজ দেখে প্রগতিশীলতার নামে যারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, জামাতের পেইড এজেন্ট সেইসব মাদকাসক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান লেখক ভট্টাচার্য।

news24bd.tv আহমেদ