লোকচক্ষুর আড়ালেই করোনার টিকা নিলেন পুতিন

লোকচক্ষুর আড়ালেই করোনার টিকা নিলেন পুতিন

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের গতকাল (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।  

এখন পর্যন্ত রাশিয়া তিন ধরনের করোনাভাইরাস প্রতিরোধী টিকা উদ্ভাবন করেছে। তবে পুতিন কোন টিকা গ্রহণ করেছেন পরিষ্কার করে জানানো হয় নি।

করোনাভাইরাসের টিকা গ্রহণ করায় বেশ কয়েকজন বিশ্বনেতার কাতারে এসে দাঁড়ালেন পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি বলেছে, “টিকা গ্রহণের পর প্রেসিডেন্ট পুতিন সুস্থ আছেন। বুধবার তার পূর্ণ দিনের অফিস রয়েছে। ”

মঙ্গলবারের আগে পেসকভ জানিয়েছিলেন, “গণমাধ্যমের ক্যামেরার সামনে পুতিন টিকা গ্রহণ করতে ইচ্ছুক নন।

ফলে সাংবাদিকদেরকে আমাদের কথা গ্রহণ করতে হবে। ”


আরও পড়ুনঃ


তিন দিনে মারা গেল তিনটি বাঘ

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, খ্রিস্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস এবং ব্রিটেনের রাণি এলিজাবেথ ও প্রধানমন্ত্রী বরিস জনসন করোনার টিকা গ্রহণ করেছেন।  তবে অনেক নেতা প্রকাশ্যে টিকা নিলেও ৬৮ বছর বয়সী পুতিন অনেকটা লোকচক্ষুর আড়ালেই টিকা গ্রহণ করলেন।

news24bd.tv / নকিব