সাংবাদিক শামসুল ইসলাম আর নেই

সাংবাদিক শামসুল ইসলাম আর নেই

অনলাইন ডেস্ক

সাংবাদিক শামসুল ইসলাম আর নেই। গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘকাল ঠিকানা’র শিকাগো প্রতিনিধি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক শামসুল ইসলাম ২৩ মার্চই অবকাশ শেষে শিকাগো ফিরে আসার কথা ছিল।

কিন্তু দু’দিন আগে হঠাৎ জ্বর আসায় ঢাকায় কোভিড টেস্ট করান। পরীক্ষায় তার দেহে কোভিডের সংক্রমণ ধরা পড়ে। এ সময় তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়ায় তার পৈত্রিকবাড়িতে আইসোলেশনে যাবার সিদ্ধান্ত নেন।

এরপর ২৩ মার্চ ঢাকা হতে কুলাউড়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

গাড়ি মৌলভীবাজার শহরের কাছাকাছি পৌঁছালে দুর্ভাগ্যজনকভাবে তিনি রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন


আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডের সময় ১০ নারী-পুরুষ আটক

চট্টগ্রামের পাহাড়ের মাটির নিচে পাওয়া গেল ১৯৪৭ সালের মর্টারশেল

অনুশীলনে হাজির সাকিব আল হাসান

হুদা ভাইও চলে গেলেন


মরহুম সাংবাদিক ও কম্যুনিটি লিডার শামসুল ইসলাম প্রায় তিন দশক থেকে শিকাগো প্রবাসী। মৃত্যুকালে তিন সন্তান ও স্ত্রীসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, তার মামা বাংলাদেশ সরকারের শিকাগো স্টেট এর অনারারি কনসাল জেনারেল মনির চৌধুরী।

শামসুল ইসলামের জন্ম কুলাউড়ার কাদিপুর ইউনিয়নে। তার বাবা আব্দুল গফুর মা আবু বেগম উভয়ে শিক্ষকতা পেশায় ছিলেন। প্রচন্ড দেশপ্রেমিক শামসুল ইসলাম গত বছর দেশে যেতে পারেননি, তাই করোনার প্রকোপ কিছুটা কমতেই তিন মাস আগে দেশের টানে কুলাউড়া যান। অবশেষে দেশের মাটিতেই তার শেষ আশ্রয় হলো।

news24bd.tv আহমেদ