নৃশংসতার সাফাই গাইলো মিয়ানমার সেনাবাহিনী

নৃশংসতার সাফাই গাইলো মিয়ানমার সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের বেসামরিক নেতা অং সান সুচি কে উৎখাত করে দেশটির ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এর পর থেকেই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ।

মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমে আসে সর্বস্তরের সাধারণ জনগন। চলতে থাকে ধর্মঘট।

অন্যদিকে, মিয়ানমার সেনাবাহিনিও প্রায় দুই মাস ধরে নৃশংস নির্যাতন চালায় বিক্ষোভকারীদের ওপর। এখন পর্যন্ত সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে ২৬০ জন।

তবে অবশেষে নিজেদের এই কর্মকাণ্ডের সাফাই গেয়েছে মিয়ানমারের সামরিক সরকার!

মঙ্গলবার (২৩ মার্চ) জান্তা সরকার বলছে, 'বিক্ষোভের নামে কোনো ধরণের নৈরাজ্য সহ্য করা হবে না। '


আরও পড়ুনঃ


তিন দিনে মারা গেল তিনটি বাঘ

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


এছাড়াও রাজধানী নেপিডোতে জান্তা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জু মিন তুন বলেন, 'বিক্ষোভে ১৬০ জনের কম নিহত হয়েছেন।

আমি মর্মাহত, কারণ এই সহিংস সন্ত্রাসী লোকজন যারা মারা গেছেন, তারা আমাদের দেশের নাগরিক। আমরা নৈরাজ্যের বিরুদ্ধে ধরপাকড় চালিয়েছে। বিশ্বের কোন দেশ নৈরাজ্য সহ্য করবে?'

এসব কথার মাঝে নিজেদের ক্ষয়ক্ষতিরও বিবরণ দেন তিনি। জানান, বিক্ষোভে শুধু সাধারণ মানুষেরই যে প্রাণ ঝরেছে তা নয়, নয় জন পুলিশ সদস্যও নিহত হয়েছেন।

news24bd.tv / নকিব