মুজিববর্ষে যক্ষ্মামুক্ত দেশ গড়ার অঙ্গীকার

মুজিববর্ষে যক্ষ্মামুক্ত দেশ গড়ার অঙ্গীকার

Other

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যক্ষ্মা রোগমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে ময়মনসিংহ জেলা ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তারা।  

বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আজ বুধবার ময়মনসিংহের সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এ অঙ্গীকার করা হয়। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় এবং সহযোগী সংগঠনের ব্যানারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সাংবাদিক শামসুল ইসলাম আর নেই

আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডের সময় ১০ নারী-পুরুষ আটক

চট্টগ্রামের পাহাড়ের মাটির নিচে পাওয়া গেল ১৯৪৭ সালের মর্টারশেল

অনুশীলনে হাজির সাকিব আল হাসান


সভায় স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক শাহ আলম বলেন, যক্ষা রোগে বাংলাদেশ প্রতি বছর প্রায় সত্তর হাজার মানুষ যায়।

২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে যক্ষ্মামুক্ত করার কাজ শুরু হয়েছে। ময়মনসিংহের সিভিল সার্জন এবিএম মসিউল আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আমাদের এ অঙ্গীকার। আমরা চাইব সকলকে সঙ্গে নিয়ে এ অঙ্গীকার পূরণ করতে।

আলোচনা সভায় ময়মনসিংহ কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

সভা শুরুর আগে এ উপলক্ষে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

news24bd.tv আয়শা