ব্রিটিশ রাজপরিবার ছেড়ে ভিনদেশে নতুন চাকরিতে প্রিন্স হ্যারি

ব্রিটিশ রাজপরিবার ছেড়ে ভিনদেশে নতুন চাকরিতে প্রিন্স হ্যারি

অনলাইন ডেস্ক

রাজপরিবার ত্যাগের পর থেকেই সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন প্রিন্স হ্যারি। তবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করার প্রায় এক বছর পর নতুন চাকরিতে যোগ দিতে যাচ্ছেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য।

নতুন চাকরি নিয়ে ‘খুবই উত্তেজিত’ ডিউক অফ সাসেক্স প্রিন্স হ্যারি। তিনি বেটারআপ নামে একটি প্রতিষ্ঠানের চিফ ইমপ্যাক্ট অফিসার পদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।

তবে সুনির্দিষ্টভাবে তার দায়িত্ব, কাজের সময় এবং সম্মানী সম্পর্কে জানা যায় নি।

অন্যদিকে, অপরাহ উইনফ্রেকে এ মাসের শুরুর দিকেই হ্যারি ও তার স্ত্রী মেগানের বিস্ফোরক সাক্ষাৎকারের পরপরই এলো তার চাকরির খবর।

রাজপরিবার থেকে বের হয়ে আসার পর এটিই প্রথম চাকরি হ্যারির। তিনি মানসিক স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের জন্য একটি সহানুভূতিশীল সম্প্রদায় তৈরি করতে চান, যেখানে তাদের সঙ্গে সৎ ও সহনীয় পরিবেশে কথোপকথনের সুযোগ থাকবে।


আরও পড়ুনঃ


তিন দিনে মারা গেল তিনটি বাঘ

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ে হয় বয়সে তিন বছরের বড় মার্কিন অভিনেত্রী মেগান মারকেলের। এরপর ২০১৯ সালের ৬ মে প্রথম মা হন তিনি।

সম্প্রতি অপরাহকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ রাজপরিবারের বর্ণবাদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে রীতিমত হইচই ফেলে দেন তারা।

news24bd.tv / নকিব