স্বাস্থ্যবিধি না মানায় বরিশালে ৩০ জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় বরিশালে ৩০ জনকে জরিমানা

Other

স্বাস্থ্যবিধি নিশ্চিতে বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৩০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।  

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।  

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত নগরীর সদর রোড, কাকলীর মোড়, হেমায়েত উদ্দিন রোড এবং পোর্ট রোড এলাকায় অভিযান চালায়।

এ সময় স্বাস্থ্যবিধি না মানায় একটি প্রতিষ্ঠান ও ২২জন ব্যক্তিকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।  


কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ

রাত ৮টার মধ্যে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রের অর্জন বিএনপির সহ্য হচ্ছে না: কাদের

সুয়েজ খালে জাহাজ আটকে তীব্র যানজট


অপরদিকে জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত নগরীর রূপাতলী বাস টার্মিনাল ও নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্ক  না পরায় ৮ ব্যক্তিকে ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।

 জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

news24bd.tv নাজিম