যুক্তরাষ্ট্রের অপেক্ষায় ইরান এক মিনিটও বসে থাকবে না: রুহানি

যুক্তরাষ্ট্রের অপেক্ষায় ইরান এক মিনিটও বসে থাকবে না: রুহানি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ইরান এক মিনিটের জন্যও বসে থাকবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ফার্সি নতুন বছরে আজ (বুধবার) মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ কথা বলেন।

রুহানি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষ যদি সত্যিই তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এবং আমাদের কাছে স্পষ্ট হয় যে নিষেধাজ্ঞা উঠে গেছে তাহলে ইরানও প্রতিশ্রুতিতে ফিরে আসবে।

এছাড়া রুহানি বলেছেন, সর্বোচ্চ নেতার ঘোষিত শ্লোগান বাস্তবায়ন অর্থাৎ উৎপাদনের প্রতি পৃষ্ঠপোষকতা ও বাধা অপসারণকে তার সরকার গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে গণ্য করবে এবং এর উপর বিশেষ গুরুত্ব দেবে।


কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ

রাত ৮টার মধ্যে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রের অর্জন বিএনপির সহ্য হচ্ছে না: কাদের

সুয়েজ খালে জাহাজ আটকে তীব্র যানজট


ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনি গত ২১ মার্চ ফার্সি নববর্ষ ১৪০০ সালের সূচনা তথা নওরোজ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির নিষেধাজ্ঞা বহাল থাকবে ধরে নিয়ে দেশের দায়িত্বশীলদের কাজ করতে হবে। দেশের অর্থনীতিকে কোনো অবস্থায় সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর নির্ভরশীল করে ফেলা যাবে না।

এছাড়া নতুন ফার্সি বছরকে 'উৎপাদন, পৃষ্ঠপোষকতা ও বাধা অপসারণ' এর বছর হিসেবে ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।

news24bd.tv / নকিব