ময়মনসিংহে জেলা পুলিশের মাস্ক ক্যাম্পেইন

ময়মনসিংহে জেলা পুলিশের মাস্ক ক্যাম্পেইন

Other

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে ‘মাস্ক পড়ার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ শ্লোগানে ‘স্বাস্থ্যবিধি/মাস্ক ক্যাম্পেইন’ করেছে জেলা পুলিশ। বুধবার দুপুরে নগরীর চরপাড়া মোড়ে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ।

এসময় সিটি মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জিলা মোটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন মন্তা, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, জাপা নেতা ডা. কে আর ইসলাম, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান মিয়া ও জয়িতা শিল্পী, কোতুয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

করোনা মোকাবেলায় জনসচেতনতার বাড়াতে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লে­কার্ড হাতে নিয়ে ক্যাম্পেইন করে পুলিশ সদস্যরা।

এছাড়াও মাস্কসহ সুরক্ষা সামগ্রীও বিতরণ করে পুলিশ।

news24bd.tv তৌহিদ