সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

Other

সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্বিদের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে ওয়ার্কার্স পার্টি। অপরদিকে একই দাবিতে নগরীতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী।  

সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্বিদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আজ বুধবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির সম্পাদক সাবেক এমপি টিপু সুলতান, মোজাম্মেল হক ফিরোজ, সিমা রানী শীল, শাহীন হোসেন, কাজী এনায়েত হোসেন শিবলু, হিরন কুমার দাস মিঠু এবং সুজন আহমেদ।

বক্তারা সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশ শেষে একই দাবিতে ওয়ার্কার্স পার্টির একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।  

আরও পড়ুন:


লকডাউন বা ছুটি নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু

আগুনে পুড়ে স্ত্রীর পর মারা গেলেন স্বামীও

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না আগামী ৩০ মার্চ : মাউশি সচিব


এদিকে সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্বিদের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজ বুধবার সকাল ১১টায় জেলা উদীচীর উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য রাখেন নারী নেত্রী পুষ্প চক্রবর্তী, অধ্যাপক শাহ সাজেদা, বিশ্বনাথ দাস মুন্সি ও আজমল হোসেন লাবু সহ অন্যান্যরা।

সমাবেশে বক্তব্যের ফাঁকে ফাঁকে গানে গানে সুনামগঞ্জের ঘটনার প্রতিবাদ জানান উদীচীর সাংস্কৃতিক কর্মীরা। বক্তারা ওই হামলায় জড়িতদের কঠোর বিচার দাবি করেন।

news24bd.tv / কামরুল