গাইবান্ধায় বোমা বানাতে গিয়ে নিহত ৩

ফাইল ছবি

গাইবান্ধায় বোমা বানাতে গিয়ে নিহত ৩

অনলাইন ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোমা বানাতে গিয়ে তিন জন মারা গেছেন বলে জানা গেছে। আজ বুধবার বিকালে বিষ্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বোরহান উদ্দীনের বাড়িতে বিস্ফোরক দ্রব্য নিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছিল। এ সময় বাড়িওয়ালা বোরহান উদ্দিন ও ওয়াহেদুল মিয়াসহ তিনজন নিহত হন।

আরও পড়ুন:


লকডাউন বা ছুটি নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু

আগুনে পুড়ে স্ত্রীর পর মারা গেলেন স্বামীও

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না আগামী ৩০ মার্চ : মাউশি সচিব


গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, ধারণা করা হচ্ছে কোন জঙ্গী সংগঠনের নেতাকর্মীরা গোপনে বোরহান উদ্দিনের বাড়িতে নাশকতামূলক কোন কাজ করছিল। কিন্তু হঠাৎ তা বিস্ফোরিত হলে বাড়ির মালিক বোরহান উদ্দিনসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। আরেক জনের নাম পাওয়া যায়নি।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি তিনি।

news24bd.tv / কামরুল