পরমানু সমঝোতা নিয়ে আইএইএ’র মহাপরিচালকের সবশেষ মন্তব্য গঠনমূলক নয়: ইরান

পরমানু সমঝোতা নিয়ে আইএইএ’র মহাপরিচালকের সবশেষ মন্তব্য গঠনমূলক নয়: ইরান

অনলাইন ডেস্ক

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি পরমাণু সমঝোতা সম্পর্কে সর্বসাম্প্রতিক যে মন্তব্য করেছেন তা নিতান্তই অগঠনূলক।   

আইএইএ-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি আজ (বুধবার) এ মন্তব্য করেন।  


গাইবান্ধায় বোমা বানাতে গিয়ে নিহত ৩

লকডাউন বা ছুটি নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আগুনে পুড়ে স্ত্রীর পর মারা গেলেন স্বামীও

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না আগামী ৩০ মার্চ : মাউশি সচিব


রাফায়েল গ্রোসি মার্কিন সাপ্তাহিক নিউজউইককে দেয়া সাক্ষাতকারে বলেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে “বিস্তারিত ও টেকনিক্যাল আলোচনা প্রয়োজন। ” ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার গোপন অবস্থান লাভের জন্য এটি জরুরি।

তিনি বলেন, এর সঙ্গে পরমাণু সমঝোতার পূর্ণ সম্পর্ক রয়েছে।

এ প্রসঙ্গে কাজেম গরিবাবদি বলেন, এ ধরনের সাক্ষাৎকার আইএইএ’র ইরানের কাছে আস্থা বিনষ্ট করবে।

news24bd.tv আয়শা