করোনায় ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ

করোনায় ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ

অনলাইন ডেস্ক

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। এছাড়া প্রতিদিন মৃতের সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে। একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে রেকর্ড তিন হাজারের বেশি।

করোনাভাইরাসের প্রকোপের পর থেকেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে ব্রাজিল অন্যতম।

ভেঙে পড়েছে গোটা স্বাস্থ্যব্যবস্থা। শুরু থেকেই ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো লকডাউন ও মাস্কের বিরোধীতা করেছেন।

সম্প্রতি আবারও নিজের অবস্থানের সাফাই গেয়েছেন তিনি। তার সরকার লকডাউনে বিশ্বাসী নয় বলেও বুধবার এক সংবাদ সম্মেলনে জানান বোলসোনারো।


আরও পড়ুনঃ


তিন দিনে মারা গেল তিনটি বাঘ

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭ লাখ ৪ হাজার ২৯২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৪২২ জনের।
আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২২ লাখ ২৭ হাজার ১৭৯ জন। আর মারা গেছেন ৩ লাখ এক হাজার ৮৭ জন।

news24bd.tv / নকিব