জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের দাফন হবে বনানীতে

জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের দাফন হবে বনানীতে

অনলাইন ডেস্ক

দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মরদেহ এখন বাংলামোটরে জনকণ্ঠ ভবনে। এখানে তৃতীয় জানাজা সম্পন্ন হবে তিনটায়।

এর আগে মুন্সিগঞ্জে সকালে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়, সেখান থেকে তাঁর মরদেহ আনা হয়, জনকণ্ঠ ভবণে। সেখানে শ্রদ্ধা জানাতে আসেন, সহকর্মী,  বন্ধু, স্বজন, জনকণ্ঠের কর্মকর্তা, কর্মচারীরা।

শেষ বার নিজের গড়ে তোলা প্রতিষ্ঠানে সবার ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন, বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ।


তিন দিনে মারা গেল তিনটি বাঘ

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


গত সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এরপর প্রথম জানাজা হয় সেদিনই। এরপর জনকণ্ঠ ভবনে আনার পর এক ছেলে বিদেশে থাকায় বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয় আতিকউল্লাহ খান মাসুদের মরদেহ।

বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়, নিজ গ্রাম মুন্সীগঞ্জের মেদিনী মন্ডলে।  

সেখানেও শ্রদ্ধা জানান, সর্বসাধারণ। ৪টায় এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হবে। বিকেল পাঁচটায় তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে রাজধানীর বনানী কবরস্থানে। ২৬ মার্চ শুক্রবার বাদ আছর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হবে ইস্কাটনের জনকণ্ঠ ভবনে।

শ্রদ্ধা জানাতে আসা সহকর্মী, বন্ধু, স্বজনরা জানান, দেশের সাংবাদিকতা জগতের অপূরনীয় ক্ষতি তাঁর চলে যাওয়া।

news24bd.tv আয়শা