মহামারিতে বেতন ভাতা কমছে যাজকদেরও!

মহামারিতে বেতন ভাতা কমছে যাজকদেরও!

অনলাইন ডেস্ক

মহামারি শুধু মানুষের জীবনই নয়, কেড়ে নিচ্ছে জীবিকাও। করোনাকালীন অর্থনীতির ফলে ক্ষতিগ্রস্ত অনেকেই। কেউ কেউ আবার হয়েছেন আঙুল ফুলে কলাগাছও। তবে এর আচ যে যাজকদের ওপরেও পড়তে পারে তা হয়তো ভাবেননি অনেকেই।

করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটের মাঝে কার্ডিনাল ও অন্যান্য যাজকদের বেতন কাঁটার নির্দেশ দিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এপ্রিল থেকে ১০ শতাংশ কম বেতন পাবেন কার্ডিনালরা। ধারণা করা হয়, তারা মাসে ৫ হাজার ইউরো বেতন পেয়ে থাকেন। এছাড়া রয়েছে আবাসনসহ অন্যান্য সুবিধা।

ইতালীয় ভাষায় লেখা পোপের এক নির্দেশে বুধবার বলা হয়, বেতনের কাটছাঁট আগামী এপ্রিল থেকে কার্যকর হবে। বর্তমান পরিস্থিতির মোকাবিলা ও সুদৃঢ় ভবিষ্যতের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।


আরও পড়ুনঃ


তিন দিনে মারা গেল তিনটি বাঘ

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


পাদ্রী ও অন্যান্য যাজকদের বেতন ৩ থেকে ৮ শতাংশ কাটা হবে। এছাড়া ২০২৩ সালে আগে বেতন বাড়ানো স্থগিত থাকবে।

চলতি বছরে ভ্যাটিকান ৫ কোটি ইউরো আর্থিক ঘাটতির আশঙ্কা করছে। মূলত জাদুঘর ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র শহরটির অন্যান্য আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় এই অর্থনৈতিক ধাক্কার মুখে ভ্যাটিকান।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক