পুলিশ থেকে মোদি বিরোধী আন্দোলনকারীকে ছিনিয়ে নিলো সহপাঠীরা

পুলিশ থেকে মোদি বিরোধী আন্দোলনকারীকে ছিনিয়ে নিলো সহপাঠীরা

অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল শাপলাচত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে যুব, ছাত্র অধিকারসহ কয়েকটি সংগঠনের কর্মীরা অংশ নেন।   মোদি বিরোধী আন্দোলনকারী (পল্টন থেকে আটক) আবুল কালাম  (৩৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দিতে নিয়ে আসা পল্টন থানার উপপরিদর্শক (এস আই) রায়হান কে কিল ঘুষি ও মারধর করে ছিনিয়ে নিয়ে গেছে তার সহপাটিরা।


শাপলাচত্বর থেকে প্রিজনভ্যানে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম

ছোট ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রীকে অন্তঃসত্ত্বা করলো ভাসুর!

উত্তাপের মধ্যে শাহরুখের পাশাপাশি সাকিব!

সাধ্যের মধ্যে ৮ জিবি র‍্যামের রেডমি ফোন


ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ ( পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া।

আজ (২৫ মার্চ) দুপুর ১২টার পর যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা মতিঝিল এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে যান। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

news24bd.tv/আলী