খুলনা সাতক্ষীরায় র‌্যাবের নিরাপত্তা জোরদার
মোদীর আগমন উপলক্ষে

খুলনা সাতক্ষীরায় র‌্যাবের নিরাপত্তা জোরদার

Other

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাতক্ষীরা শ্যামনগরে যশোরেশ্বরী কালিমন্দির পরিদর্শন উপলক্ষে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ব্যাপক নিরাপত্তা জোরদার ও তল্লাশী কার্যক্রম শুরু করেছে র‌্যাব-৬ খুলনা।

একই সাথে যশোর-সাতক্ষীরা মহাসড়ক, সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়ক, সাতক্ষীরা জেলা ও শ্যামনগরে র‌্যাবের চৌকস দল মহড়া ও টহল দিচ্ছে। এছাড়া অত্যাধুনিক মেশিনের মাধ্যমে অপরাধীদের সনাক্ত ও ডগ স্কোয়াডসহ বিষ্ফোরক নিয়ন্ত্রণ দলকে প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-৬ এর সহকারি পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মো. মাহবুব-উল-আলম এ তথ্য জানিয়েছেন।


গত বুধবার রাত থেকে এ অভিযান শুরু হয়।  


আমি অনেক ক্লান্ত : থানা থেকে বের হয়ে ‍‘শিশুবক্তা’ (ভিডিও)

'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন

শাপলাচত্বর থেকে প্রিজনভ্যানে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩ হাজার ৫৮৭


জানা যায়, ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফরের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামনগরের যশোরেশ্বরী কালিমন্দির পরিদর্শন করবেন।

র‌্যাব কর্মকর্তারা বলছেন, ভারতের প্রধানমন্ত্রীর আগমন অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।  

news24bd.tv / কামরুল