এবার মুখ খুললেন অুসস্থ ক্রিকেটার রুবেল

এবার মুখ খুললেন অুসস্থ ক্রিকেটার রুবেল

অনলাইন ডেস্ক

ব্রেন টিউমারে দীর্ঘদিন ধরে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল নিচ্ছেন কেমো থেরাপি। ব্যয়বহুল এই রোগের চিকিৎসার পেছনে ব্যয় হচ্ছে লাখ টাকা। ক্রিকেটারের আয়ের একমাত্র পথ ক্রিকেট খেলা। কিন্তু অসুস্থতার জন্য রুবেল নামতে পারছেন না মাঠে।

কিন্তু আয় ছাড়া হলেও প্রতিনিয়তই চিকিৎসার পেছনে ব্যয় হচ্ছে মোটা অংকের অর্থ। জাতীয় দলের এই ক্রিকেটারের দুর্দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সামান্য অর্থ অনুদান দেয়া হলেও গণমাধ্যমে  সে বিষয়ে বিসিবি কর্তারা বিরক্তি প্রকাশ করেন।

তবে এসব নিয়ে এতদিন কেও কথা না বললেও এখন মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, যারা একজন ক্রিকেটারের  দুর্দিনে এসব বলেন তাদের কী অবদান দেশের ক্রিকেটে?

‘আমাদের মোশাররফ হোসেন রুবেল, ওর ব্রেন টিউমার।

ওরে কে টাকা দেবে। এগুলো বলা হয়েছে না? রুবেলেরটা আমি মানতে পারিনি। যে ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তারে উদ্দেশ্য করে বলতেছে, একেকজন অসুস্থ হবে। ৫ লাখ ৭ লাখ করে টাকা দিতে হবে। যে মানুষগুলা কথা বলতেছে ওদের অবদান কি?’

মাশরাফীর এমন কথায় ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ রুবেল।


শাপলাচত্বর থেকে প্রিজনভ্যানে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম

ছোট ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রীকে অন্তঃসত্ত্বা করলো ভাসুর!

উত্তাপের মধ্যে শাহরুখের পাশাপাশি সাকিব!

এবার পুলিশভ্যানে বসেই লাইভে ‘শিশুবক্তা’ রফিকুল (ভিডিও)


ফেসবুকে এক পোস্টে  মোশাররফ হোসেন রুবেল  লিখেন, কঠিন সময়ে অভিবাবকতূল্য বিসিবিকে পাশে না পাবার হতাশা। ধন্যবাদ মাশরাফি বিন মোর্তুজাকে, বিষয়টাকে সামনে আনার জন্য। আমার জীবনের সবচেয়ে সেরা সময়টা দিলাম ক্রিকেটের পেছনে। হঠাৎ করে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে জীবনটা লন্ডভন্ড হয়ে যায়। কঠিন এই সময়ে অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাশে আশা করেছিলাম।

রুবেল আরও লিখেছেন, যেখানে চিকিৎসা ব্যয় কোটি টাকার উপর সেখানে সামান্য কিছু টাকা দিয়ে অপমান করার অধিকার দেয়া হয়নি বিসিবিকে। চিকিৎসা ব্যয় যেখানে দেড় থেকে দুই কোটি টাকা, সেখানে ৫/১০ লাখ টাকা দিয়ে অপমান করার অধিকার আপনাদেরকে দেয়া হয় নাই। আশা করি ভবিষ্যতে ক্রিকেটারদের বিপদে পাশে না থাকতে পারেন, অন্তত প্রাপ্য সম্মানটুকু দিবেন।

news24bd.tv/আলী