পুলিশও ওই শিশু বক্তার ভক্ত

পুলিশও ওই শিশু বক্তার ভক্ত

Other

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল শাপলাচত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে যুব, ছাত্র অধিকারসহ কয়েকটি সংগঠনের কর্মীরা অংশ নেন। এসময় পুলিশ বিক্ষোভে অংশ নেওয়া রফিকুল ইসলাম ওরফে শিশুবক্তাকে প্রিজনভ্যানে করে পল্টন থানায় নিয়ে যায়।

পল্টন থানা থেকে বের হয়ে এক ফেসবুক লাইভে এসে কেন তিনি মোদি বিরোধী এই বিক্ষোভে অংশ নিলেন সে বিষয়ে ব্যাখা দিয়েছেন।

এদিকে পুরো বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো...

তিনি লেখেন, এক শয়তান শিশু বক্তাকে রাস্তায় দাঙ্গা করার অপরাধে পুলিশ ভ্যানে উঠিয়েছে। কিন্তু পুলিশও ওই শিশুর ভক্ত। তাই ভ্যানের ভেতরেই তাকে সুযোগ দিয়েছে জনগণের উদ্দেশে বক্তব্য পেশ করার, সেই বক্তব্য ফেসবুকে আপলোড করার।

থানায় হয়তো তার ওয়াজের ব্যবস্থা করা হবে কে জানে। কেবল শিশুধরা হলেই চলবে? অ্যাডাল্টগুলোকে ধরতে হবে তো! যারা এরকম লক্ষ শিশু জন্ম দিয়েছে।

শিশুবক্তাকে নিয়ে আরও খবর

news24bd.tv তৌহিদ