কাল বৈশাখীর তাণ্ডব: লঞ্চ টার্মিনালের পল্টুনসহ ভেসে গেল লঞ্চ

কাল বৈশাখীর তাণ্ডব: লঞ্চ টার্মিনালের পল্টুনসহ ভেসে গেল লঞ্চ

এস এম রেজাউল করিম • ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে লঞ্চ টার্মিনালের পল্টুনসহ ঢাকাগামী সুন্দরবন-১২ নামের একটি লঞ্চ নদীতে ভেসে গেছে। প্রচণ্ড ঝড়ে লঞ্চ টার্মিনালটিও ভেঙে চুরমার হয়ে গেছে। সেই সঙ্গে লঞ্চঘাট এলাকার প্রায় ২০টি দোকান ও বসত ঘর ভেঙ্গে গেছে। আজ (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে মাত্র ৫ মিনিটের ঝড়ে এ অবস্থার সৃষ্টি হয়।


news24bd.tv

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড বেগে ঝড় শুরু হলে পল্টুনের সাথে বাঁধা একটি লঞ্চের দড়ি ছিড়ে যায়। এতে লঞ্চটি ভাসতে ভাসতে নদীর ওপারে চলে যায়। ঝড়ে ঘাটটি ওলট-পালট হয়ে বিধ্বস্ত হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

 

এদিকে ঝড়ের তাণ্ডব থেমে গেলেও জেলা জুড়ে এখনও বৈরি আবহাওয়া বিরাজ করছে। থেমে থেকে দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত রয়েছে। কালো মেঘে আকাশ ছেয়ে আছে।  

ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা ঝড়ে বিধ্বস্ত লঞ্চঘাট পরিদর্শন করেছেন।

রেজাউল/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর