খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

Other

খুলনার চুকনগরের যতিন কাশেম রোডের দুই পাশে অবৈধভাবে গড়ে তোলা ৮০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াদুদের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে বুলডোজার দিয়ে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, জেলা পরিষদের জমি দখল করে সড়কের পাশে অবৈধ মার্কেটটি গড়ে উঠেছে। দখলদাররা সেখানে ১৮ ফিট বাই ১০ ফিট পাকা ও সেমিপাকা দোকান ঘর নির্মাণ করে জমির দখল নিয়েছে।

ওই জমি উদ্ধারের জন্য জেলা পরিষদের আবেদনের প্রেক্ষিতে উচ্ছেদ অভিযান চালানো হয়।


কয়েলের আগুনে পুড়ল গরু-ছাগল-হাস-মুরগী ও টাকা

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আমি অনেক ক্লান্ত : থানা থেকে বের হয়ে ‍‘শিশুবক্তা’ (ভিডিও)‌

'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন


এর আগে গত মঙ্গলবার সড়কটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াদুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমান।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমান জানান, জেলা পরিষদের ওই জমিতে অবৈধভাবে একতলা, দোতলা ও তিনতলা ভবনসহ অসংখ্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। ফলে ধীরে ধীরে সড়কটি সংকোচিত হয়ে পড়েছে।

জনস্বার্থে সড়কটির দুইপাশে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

news24bd.tv তৌহিদ