একবার কোভিডে আক্রান্ত হয়ে সুস্থ হলে একটি ডোজই যথেষ্ট

একবার কোভিডে আক্রান্ত হয়ে সুস্থ হলে একটি ডোজই যথেষ্ট

Other

সাধারণভাবে নাগরিকদের জন্য কোভিডের ভ্যাকসিনের দুই ডোজ দেয়া হলেও যারা একবার কোভিডে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন তাদের জন্য একটি ডোজই যথেষ্ট বলে গবেষকদের এই দাবির সপক্ষে দেয়া তথ্য উপাত্ত নিবিড়ভাবে পর্যালোচনা করছে কানাডার National Advisory Committee on Immunization. 

নিউইয়র্কের Icahn School of Medicine at Mount Sinai in New York এর ৩২ জন গবেষক ছো্ট্ট একটি গবেষণা শেষে দাবি করেছেন কোভিডে আক্রান্তদের এক ডোজেই পর্যাপ্ত পরিমানে এন্টিবডি তৈরি করে।  

যাদের কোভিড হয়নি তাদের চেয়ে একবার কোভিড হয়ে সেরে উঠাদের ফাইজার, মডার্নার টিকার এক ডোজেই ১০ থেকে ৪৫ ভাগ বেশি এন্টিবডি তৈরি করতে পারে বলে তারা দাবি করেছেন।


আমি অনেক ক্লান্ত : থানা থেকে বের হয়ে ‍‘শিশুবক্তা’ (ভিডিও)

'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন

শাপলাচত্বর থেকে প্রিজনভ্যানে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩ হাজার ৫৮৭


নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডেসিনে তাদের এই গবেষণা প্রকাশিত হলেও এটি এখনো অন্য গবেষকরা পর্যালোচনা করেননি। কানাডার ন্যাশনাল এডভাইজরি কমিটি অন ইমুনাইজেশন- এই গবেষণার তথ্য উপাত্ত নিয়ে আলোচনা শুরু করেছে।

(ফেসবুক থেকে)

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

news24bd.tv / কামরুল