ইন্টার্ন ডাক্তারকে মারধর, চিকিৎসকদের কর্মবিরতি

ইন্টার্ন ডাক্তারকে মারধর, চিকিৎসকদের কর্মবিরতি

ইসমত আরা ইসু • কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর হাসপাতালে দুই ইন্টার্ন চিকিৎসককে মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা।  

আহত ইন্টার্ন চিকিৎসকদের দাবি, আজ (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এক রোগীর কমপক্ষে ১২ স্বজন মিলে তাদের ওপর হামলা করে।  

এরই প্রতিবাদে সাত দফা দাবি নিয়ে এই কর্মবিরতি শুরু করে ৬২ জন ইন্টার্ন ডাক্তার। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিলেও অধিকাংশ চিকিৎসক কাজে যোগ দেননি।  

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর সঠিক ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুতই নিচ্ছে। এই পরিস্থিতির জন্যে রোগীদের সেবায় কোনোরকম ত্রুটি হবে না।



ইসু/অরিন/নিউজ টোয়েন্টিফোর