নরেন্দ্র মোদিকে বাংলাদেশে স্বাগত জানাই

নরেন্দ্র মোদিকে বাংলাদেশে স্বাগত জানাই

Other

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বাংলাদেশের অসামান্য বন্ধু ভারত ও ভারতীয় জনগনের সরকার প্রধান হিসাবে মোদিকে আমন্ত্রণ ও স্বাগত জানানো ভারতবাসীর হক বা প্রাপ্য। বাংলাদেশ সরকার সেই হক পুরণ করেছে।

এখানে ব্যক্তি মোদি, আরএসএস মোদি, বিজেপি মোদি, হিন্দু জাতীয়তাবাদী মোদি মুখ্য  নয়। মুখ্য বিষয় হচ্ছে মোদি এখন ভারতবাসীর প্রধান প্রতিনিধি, যে ভারত আমাদের স্বাধীনতা অর্জনের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে বড় সহযোগী।

এখন যাদের কাছে ভারতীয় জনগণের এই হক পুরণ করাটা ভালা লাগেনি তারা কারা? তাদের এক শ্রেণি পাকিস্তান ভেঙ্গে যাওয়ায় দুঃখে কাতর, ইতিহাস বিমুখ এবং পেয়ারা পাকিস্তান ভেঙ্গে যাওয়ার জন্য আজও ভারতকে দায়ী করেন।


আরও পড়ুনঃ


তিন দিনে মারা গেল তিনটি বাঘ

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


আরেক শ্রেণি প্রগতিশীল দাবিদার, যারা পায়ের নিচে মাটি না পেয়ে ভারতবিরোধিতাকে সম্বল মনে করেন। মোদির বিরোধিতা করে মিছিল দিলে প্রগতিশীল হওয়া যায়? মোদি বিরোধিতা দেখাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গরু জবাই করে ভোজন উৎসব করলে প্রগতিশীল হওয়ায় যায়?

news24bd.tv / নকিব