পরের নির্বাচনেও প্রার্থী হবেন বাইডেন

পরের নির্বাচনেও প্রার্থী হবেন বাইডেন

অনলাইন ডেস্ক

দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেই সীমান্ত সমস্যা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর ২৫ মার্চ বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলন করেন তিনি।

সম্মেলনে তিনি ২০২৪ সালে আবারও নির্বাচনে আবার প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। আমেরিকার আগ্নেয়াস্ত্র সমস্যা থেকে শুরু করে বৈদেশিক নীতি নিয়ে নিজের অবস্থানের কথাও জানান তিনি।

২০২৪ সালে নির্বাচন করলে সে সময় বাইডেনের বয়স হবে ৮২ বছর। বয়সের কারণে বাইডেন পরের নির্বাচনে প্রার্থী না-ও হতে পারেন বলে ধারণা করা হয়। তেমনটা হলে কমলা হ্যারিসই প্রার্থী হবেন বলে মনে করা হয়।

তবে সংবাদ সম্মেলনে আমেরিকার দক্ষিণ সীমান্তের বেসামাল অবস্থা নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।

প্রেসিডেন্ট বাইডেন সীমান্তের সমস্যার জন্য পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত পথে নথিপত্রহীন অভিবাসীদের আসা শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


আরও পড়ুনঃ


'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


গত সপ্তাহে ট্রাম্প এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট বাইডেনের কোনো ধারণাই নেই, সীমান্তে কী হচ্ছে। ট্রাম্প সমর্থক ও অভিবাসীবিরোধীরা জোর গলায় বলতে শুরু করেছেন, আমেরিকা ধ্বংস হয়ে যাচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৬ সালে শপথ গ্রহণের দিনই ঘোষণা দিয়েছিলেন, তিনি দ্বিতীয় দফায় নির্বাচন করবেন।

news24bd.tv / নকিব