হাটহাজারীতে আবারও সংঘর্ষ চলছে

হাটহাজারীতে আবারও সংঘর্ষ চলছে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে আবারও সংঘর্ষ চলছে। ওই এলাকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে হাটহাজারীতে পুলিশ সঙ্গে হেফাজত ইসলামের সংঘর্ষে চার জন নিহত হয়। এ সময় হাটহাজারী থানা ভাংচুর করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার (২৬ মার্চ) দুপুরে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।


হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষে নিহত ৪

হঠাৎ করেই ফেসবুক অচল

ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসে আগুন, ঝরে গেল ১৭ প্রাণ

'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন


মিছিল থেকে হঠাৎ হাটহাজারী থানা, ভূমি অফিস, ডাক বাংলোসহ বিভিন্ন সরকারি স্থাপনায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান তারা। এ সময় পুলিশের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ গুলি ছুঁড়লে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।   

news24bd.tv / কামরুল