স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দিনাজপুরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দিনাজপুরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী

Other

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে শহীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির শেষে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  


হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষে নিহত ৪

ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসে আগুন, ঝরে গেল ১৭ প্রাণ

'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য


এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খাদেল মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন।

পরে দিনাজপুর ঐতিহাসিক গোরে শহীদ বড় মাঠে সরকারি ও বেসরকারি বাহিনীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

news24bd.tv নাজিম