আইপিএল খেলতে যাবেন সাকিব, পেলেন ৪৮ দিনের ছুটি

আইপিএল খেলতে যাবেন সাকিব, পেলেন ৪৮ দিনের ছুটি

অনলাইন ডেস্ক

অলরাউন্ডার সাকিব আল হাসান বিসিবির বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন। গত ২০ মার্চ ক্রিকেট ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির আয়োজনে ফেসবুকে একটি ভিডিও সাক্ষাৎকারে। এরপরই সে সাকিব ইস্যুতে নিজ বাসভবনে জরুরি বৈঠক ডাকেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৈঠক শেষে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে আকরাম খান গণমাধ্যমকে জানান, সাকিবের আইপিএল খেলার এনওসি (অনাপত্তি পত্র) পুনর্বিবেচনা করা হবে।

তবে শেষ পর্যন্ত সুখবরই পেলেন সাকিব। নির্বিঘ্নেই আইপিএল যাত্রা করতে পারবেন তিনি। যদিও একটি কিন্তু জুড়ে দেওয়া হয়েছে।

বিসিবির পক্ষ থেকে ডিরেক্টর হায়দার আলী ক্রিকবাজকে জানান, সাকিবকে দেওয়া অনাপত্তিপত্র বহাল আছে এবং তিনি আইপিএল খেলতে যাবেন।

অর্থাৎ সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ মার্চ আইপিএল খেলার উদ্দেশে ভারতে যাবেন সাকিব। তবে তার এই অনাপত্তিপত্রের মেয়াদ ১৮ মে পর্যন্ত। কারণ, ওই সময়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ আছে এবং ওই সিরিজে খেলবেন এই অলরাউন্ডার। অর্থাৎ ৪৮ দিনের ছুটি পেলেন সাকিব।


হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষে নিহত ৪

ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসে আগুন, ঝরে গেল ১৭ প্রাণ

'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য


news24bd.tv / কামরুল