যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্রদের সড়ক অবরোধ, 
আন্দোলনকারীদের সরাতে গিয়ে ১০ পুলিশ আহত

যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্রদের সড়ক অবরোধ, আন্দোলনকারীদের সরাতে গিয়ে ১০ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় মাদ্রাসা ছাত্ররা। আজ বিকেল থেকেই  যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসার সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে।

এতে করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ যাত্রাবাড়ীর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।   তাদের সরিয়ে দিতে গেলে পুলিশ ও র‌্যাবের সঙ্গে মাদরাসা ছাত্রদের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এতে পুলিশের ৮-১০ জন সদস্য আহত হয়েছেন।


রোববার হরতালের ডাক দিল হেফাজত

হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষে নিহত ৪

ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসে আগুন, ঝরে গেল ১৭ প্রাণ

'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন


যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম কাজল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

news24bd.tv নাজিম