কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধির টিপস

কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধির টিপস

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অনেক সময় কম্পিউটারের গতি হঠাৎ করে কমে যায়। কম্পিউটার চালু হতে সময় বেশি লাগে। কম্পিউটারের এসব সমস্যা দেখা দিলে কার না বিরক্ত লাগে। কিন্তু সামান্য কিছু কাজ করলে কম্পিউটারের গতি কিছুটা বাড়িয়ে নেওয়া যায়।

এ ধরনের কয়েকটি উপায় দেখে নিন।

Winkey+R প্রেস করুন। Run ডায়ালগ বক্স ওপেন হবে।  এতে temp লিখে Enter প্রেস করুন।

Temp নামের একটি উইন্ডো ওপেন হবে, এতে প্রদর্শিত সব ফাইল ডিলিট করে দিন।

আবার Winkey+R প্রেস করুন। Run ডায়ালগ বক্স ওপেন হলে লিখুন Pref etch। তারপর কীবোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। প্রিফেস উইন্ডো ওপেন হলে সব ফাইল Shift+Delete করে দিন।

একইভাবে Run ডায়ালগ বক্সে লিখুন %temp%। এন্টার প্রেস করুন। এখান থেকে সব ফাইল ও ফোল্ডার শিফট সহকারে ডিলিট করুন।

এবার ডায়ালগ বক্স খুলে টাইপ করুন recent। এবার সব ফাইল ডিলিট করুন। কারণ রিসেন্ট ডকুমেন্ট মেমোরির অনেক জায়গা দখল করে রাখে, ফলে সিস্টেম ধীরগতির হতে পারে। উপরোক্ত কমান্ডগুলো নিয়মিত প্রয়োগের ফলে কম্পিউটারের পারফরমেন্স কয়েকগুণ বেড়ে যায়।

সম্পর্কিত খবর