ট্রাম্পের বিদায়েও যুক্তরাষ্ট্রের খবরদারির আচরণ শেষ হয় নি: ইরান

ট্রাম্পের বিদায়েও যুক্তরাষ্ট্রের খবরদারির আচরণ শেষ হয় নি: ইরান

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলেও নিরবচ্ছিন্নভাবে বিশ্বের অন্যান্য দেশের ওপর ছড়ি ঘুরানোর মার্কিন নীতি চলছে বলে অভিযোগ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, “আমরা কারো মধুচন্দ্রিমায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই না। কিন্তু বলতে চাই, আমেরিকায় এখনো পম্পেও-ধাঁচের কূটনীতি চলছে।

তিনি আরো বলেন, “আরেকবার ঘুম থেকে জাগানোর প্রচেষ্টা মন্দ হয় না। অন্য দেশের ওপর খবরদারি করার মার্কিন আচরণ ট্রাম্পের আমলে শুরু হয়নি এবং ট্রাম্পের বিদায়ে তা শেষও হবে না। ”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে দৃশ্যত খাতিবজাদে নিজের অফিসিয়াল টুইটার পেজে এ পোস্ট দিয়েছেন।


আরও পড়ুনঃ


'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


ব্লিঙ্কেন সম্প্রতি বলেন, যেকোনো দেশ রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন নির্মাণের কাজে মস্কোকে সহযোগিতা করবে সে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

news24bd.tv / নকিব