উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে দিনাজপুরে দুইদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি

উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে দিনাজপুরে দুইদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি

Other

বাংলাদেশ সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরণ উপলক্ষ্যে সারা দেশের মত দিনাজপুরে দুই দিন ব্যাপী মেলাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজ শনিবার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। পরে স্থানীয় শহীদ বড় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দুইদিন উন্নয়ন মেলার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নূরুল ইসলাম।  


দুই দেরিতে বাড়ছে মৃত্যুঝুঁকি : গবেষণা

‘চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্যয়নের আগে একান্তে সময় কাটাই’

ছোট ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রীকে অন্তঃসত্ত্বা করলো ভাসুর!

চুম্বনের দৃশ্যের আগে ফালতু কথা বলতো ইমরান : বিদ্যা


এসময় একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভা ও র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমূখ।  

দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে আলোচনা সভা, উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী, জাতির পিতার জীবনীর উপর নির্মিত তথ্যচিত্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসক।  

news24bd.tv আয়শা