সাতক্ষীরায় দুর্যোগসহনীয় কমিউনিটি সেন্টার নির্মান করতে চান মোদি

সাতক্ষীরায় দুর্যোগসহনীয় কমিউনিটি সেন্টার নির্মান করতে চান মোদি

Other

সাতক্ষীরার শ্যামগরের য‌শো‌রেশ্বরী দেবী মন্দির সফররত ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মোদী এসে পৌঁছান শ‌নিবার সকাল ১০টা ১০ মি‌নি‌টে। ম‌ন্দির চত্বরে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে স্বাগত জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে। তার প‌রে শুরু হয় পূজার আনুষ্ঠা‌নিকতা।  

পূজা শে‌ষে প্রার্থনা করেন ক‌রেন ন‌রেন্দ্র মো‌দি।

এরপর মন্দিরের প্রতিমা এবং গর্ভগৃহ প্রদক্ষিণ করেন তি‌নি।  

আনুষ্ঠা‌নিকতা শেষে, মো‌দি জানান, ভারত-বাংলা‌দে‌শের সম্প্রী‌তির প্রতীক হি‌সেবে সাতক্ষীরায় এক‌টি দু‌র্যোগ সহনীয় ক‌মিউ‌নি‌টি সেন্টার নির্মা‌নের আগ্রহের কথা জানান নরেন্দ্র মোদি।

৩০ মি‌নি‌টের আনুষ্ঠা‌নিকতায়, ম‌ন্দি‌রে আগত সুধীজনদের সা‌থেও কুশল বি‌নিময় ক‌রেন মো‌দি। সকাল ১০টা ৪০ মি‌নি‌টে, য‌শো‌রেশ্বরী ম‌ন্দির ত্যাগ ক‌রেন ভারতীয় প্রধানমন্ত্রী।


আরও পড়ুনঃ


'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


তার এই সফ‌রে স্থানীয়‌দের ম‌ধ্যে আন‌ন্দের বন্যা ব‌য়ে যায়। মন্দি‌রের পুর‌োহিত এবং পৃষ্ঠ‌পোষকরাও দারুন সম্মা‌নিত।  

ধারণা করা হয়, দ্বাদশ শতাব্দীর শেষের দিকে আনারি নামে একজন ব্রাহ্মণ এই মন্দির নির্মিত করেছিলেন। সনাতন ধ‌র্মের ৫১টি শ‌ক্তিপী‌ঠের ম‌ধ্যে অন্যতম এই য‌শো‌রেশ্বরী ম‌ন্দির।

news24bd.tv / নকিব


আরও পড়ুনঃ


'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন