বৈঠক নয়, দেখা করতে এসেছিলেন হেফাজত নেতারা: স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতে আজ এ বছরের সর্বোচ্চ আক্রান্ত
অনলাইন ডেস্ক
বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। চলছে দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই প্রভাব পড়েছে ।
ভারতে গত কয়েক সপ্তাহে করোনার তাণ্ডব হঠাৎ করেই বেড়ে গেছে। গত পাঁচ মাস পর প্রথমবার শনিবার (২৭ মার্চ) দেশটিতে দৈনিক আক্রান্ত ৬০ হাজার পেরিয়ে গেছে। এবছরের এটাই সর্বোচ্চ আক্রান্ত।
করোনা সংক্রমণের পরিস্থিতি উদ্বেগজনক মূলত মহারাষ্ট্রে । গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেই আক্রান্ত প্রায় ৩২ হাজার। তবে অন্য রাজ্যেও ছবিটা খুব একটা সুখকর নয়। বাংলা, কেরালা, তামিলনাড়ুর মতো ভোটমুখী রাজ্যেও বাড়ছে আক্রান্ত। অন্ধ্রপ্রদেশ, কর্নাটকেও চিত্রটা বেশ চিন্তার।
মালিবাগে তুরাগ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন
আজও করোনায় দেশে ৩৯ জনের প্রাণহানি
সাতক্ষীরায় দুর্যোগসহনীয় কমিউনিটি সেন্টার নির্মান করতে চান মোদি
৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য
শনিবার সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ২৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৯১০ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট মৃতের সংখ্যা এক লাখ ৬১ হাজার ২৪০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯১ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে ঝড়ের গতিতে বাড়ছে অ্যাক্টিভ কেস।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য