খুলনায় দুই দিনব্যাপি ‘উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন কর্মসূচি শুরু

খুলনায় দুই দিনব্যাপি ‘উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন কর্মসূচি শুরু

Other

বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহে খুলনায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপনের দুই দিনব্যাপী কর্মসূচির শুরু হয়েছে। শনিবার এ উপলক্ষে নগরীর শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সার্কিট হাউজ মাঠে মূল অনুষ্ঠান মঞ্চে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

উন্নয়নের অগ্রযাত্রায় সবাইকে শামিল হওয়ার আহবান জানিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন হয়েছে।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র, খুলনা-মোংলা রেলপথ, রূপসা ব্রিজ, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণসহ সকল উন্নয়ন শেখ হাসিনার হাতেই হয়েছে। দেশের উন্নয়নে অনেক মেগাপ্রকল্প চলমান রয়েছে।  


মালিবাগে তুরাগ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন

আজও করোনায় দেশে ৩৯ জনের প্রাণহানি

সাতক্ষীরায় দুর্যোগসহনীয় কমিউনিটি সেন্টার নির্মান করতে চান মোদি

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য


জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ্, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধ মো. আলমগীর কবির।

স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান।  

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে খুলনা সার্কিট হাউজ মাঠে একশত ২৭ টি স্টলে সরকারি-বেসরকারি দপ্তর তাদের উন্নয়ন কর্মকান্ড ও অগ্রগতি প্রদর্শন করে। প্রদর্শনী চলাবে রোববার বিকাল ৫টা পর্যন্ত। কর্মসূচির উল্লেখযোগ্য অংশ হলো উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শন, তরুণদের জন্য জাতির পিতার জীবনীর ওপর নির্মিত তথ্যচিত্র ও স্থানীয় বিভিন্ন উন্নয়ন তথ্যসমৃদ্ধ ভিডিও প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

news24bd.tv / কামরুল