বাংলাদেশকে সৌদী আরবের অভিনন্দন

বাংলাদেশকে সৌদী আরবের অভিনন্দন

Other

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলাজিজ আল সৌদ এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমান অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশের সরকার ও জনগণের অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে প্রেসিডেন্ট আব্দুল হামিদের কাছে শুক্রবার পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তারা।

এতে বাদশাহ এবং যুবরাজ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটে, যখন দুটি উল্লেখযোগ্য অনুষ্ঠান পালনের সুযোগ বাংলাদেশের কাছে এসেছে। একইসঙ্গে তারা, বাংলাদেশের স্বাধীনতার জন্য আপোষহীন সংগ্রাম ও ত্যাগের জন্য জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 


মালিবাগে তুরাগ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন

আজও করোনায় দেশে ৩৯ জনের প্রাণহানি

সাতক্ষীরায় দুর্যোগসহনীয় কমিউনিটি সেন্টার নির্মান করতে চান মোদি

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য


এদিকে, বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ আল দুহাইলান। সেই সঙ্গে বাংলাদেশি মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

news24bd.tv / কামরুল