হাটহাজারীতে সংঘর্ষের মরদেহ নিয়ে তিন দফা বৈঠকেও সিদ্ধান্ত হয়নি

হাটহাজারীতে সংঘর্ষের মরদেহ নিয়ে তিন দফা বৈঠকেও সিদ্ধান্ত হয়নি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে গতকালের পুলিশ-হেফাজতের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চার জনের নিহত হয়। সেই মরদেহ নিয়ে তিন দফায় বৈঠক করেছে হেফাজত ইসলাম ও স্থানীয় প্রশাসন। হাটহাজারী মডেল থানায় এসব বৈঠক থেকে দুই পক্ষ কোন সিদ্ধান্তে আসতে পারেনি।

জানা যায়, প্রশাসন চাইছে মরদেহের ময়নাতদন্ত করে তাদের পরিবারের হাতে হস্তান্তর করতে।

আর, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা ও হেফাজতে ইসলাম চাইছে মরদেহ মাদ্রাসায় নিয়ে যেতে। মরদেহগুলো আছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে।

বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের পক্ষে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশ সুপার রাশিদুল হক ও স্থানীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।

এছাড়া হাটহাজারী মাদ্রাসার সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

পাঁচ দফা দাবিতে তারা সেখানে অবস্থান নিয়েছেন।


মালিবাগে তুরাগ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন

আজও করোনায় দেশে ৩৯ জনের প্রাণহানি

সাতক্ষীরায় দুর্যোগসহনীয় কমিউনিটি সেন্টার নির্মান করতে চান মোদি

ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে


তাদের দাবি গুলো হচ্ছে-

নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই মাদ্রাসায় হস্তান্তর, চট্টগ্রামের পুলিশ সুপার ও হাটাহাজারী থানার ওসিকে প্রত্যাহার, হামলাকারীদের আইনের আওতায় আনা, মাদ্রাসা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মামলা না দেওয়া।

news24bd.tv / কামরুল