বিক্ষোভ সমাবেশে যে ৬টি দাবি তুলে ধরলো ইসলামী আন্দোলন

বিক্ষোভ সমাবেশে যে ৬টি দাবি তুলে ধরলো ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আর সেই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন।   

আজ বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেইটে ইসলামী আন্দোলন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজতের কর্মসূচিতে সমর্থন জানানো হয়।   আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের কাছে ৬টি দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো:

১. চট্টগ্রামের হাটহাজারী এবং বি-বাড়িয়ায় যে সব পুলিশ মিছিলে গুলি চালিয়ে হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে বরখাস্ত করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।  

২. হাটহাজারী থানার ওসিকে দ্রুত চাকরি থেকে বরখাস্ত করতে হবে।  

৩. প্রত্যেক শহীদ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

 

৪. মোদিবিরোধী আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে তাদের দ্রুত মুক্তি দিতে হবে এবং হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার করতে হবে।  


কাল রাস্তা বের হলেই গণধোলাই দেয়া হবে: ছাত্রলীগ সভাপতি

হেফাজতের হরতালে সমর্থন, সঙ্গে ৬টি দাবি জানাল ইসলামী আন্দোলন

হাটহাজারীতে সংঘর্ষের মরদেহ নিয়ে তিন দফা বৈঠকেও সিদ্ধান্ত হয়নি

সাফল্যের বিচিত্র ধারায় এগিয়ে চলেছে বাংলাদেশ

আজও করোনায় দেশে ৩৯ জনের প্রাণহানি


৫. ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরকারদলীয় যে সব গুন্ডাবাহিনী সাধারণ মুসল্লীদের ওপর আক্রমণ করেছে, অপমান-অপদস্ত করেছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।  

৬. সারা দেশে সকল মানুষের সভা-সমাবেশ, মিছিল মিটিং এবং প্রতিবাদ প্রকাশের সংবিধানিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে।  

সমাবেশে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, দক্ষিণ জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv নাজিম