করোনায় মারা গেলেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু এবং বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি
বসুন্ধরা গ্রুপ আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো বসুন্ধরা গ্রুপ সেক্টর এ তিন ম্যাচ সিরিজের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট। ফাইনালে বসুন্ধরা এলপি গ্যাসকে ৯০ রানে হারিয়েছে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২২৩ রান জড়ো করে ফুড ডোমিনেটর। জবাব দিতে নেমে ১৩৩ রানে শেষ হয় এলপি গ্যাস গ্ল্যাডিয়েটর ইনিংস। টুর্নামেন্টের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। আগামীতে সেক্টর-এ আন্তঃবিভাগ টুর্নামেন্ট ছাড়াও বসুন্ধরা গ্রুপের অন্যান্য সেক্টরের সাথেও এমন ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এদিকে এমন টুর্নামেন্টে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বসুন্ধরা এলপি গ্যাস ও বসুন্ধরা ফুড এন্ড বেভারেজের কর্মকর্তারা।
মালিবাগে তুরাগ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন
আজও করোনায় দেশে ৩৯ জনের প্রাণহানি
সাতক্ষীরায় দুর্যোগসহনীয় কমিউনিটি সেন্টার নির্মান করতে চান মোদি
৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য