রাজশাহীতে সড়কে ১৭ জন নিহতের ঘটনায় মামলা, আসামি গ্রেপ্তার

রাজশাহীতে সড়কে ১৭ জন নিহতের ঘটনায় মামলা, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর কাটাখালিতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় একমাত্র আসামি হানিফ পরিবহনের চালক আবদুর রহীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ দুপুরে বেলপুকুর থানার মাহিন্দ্র বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাটাখালিতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় শুক্রবার (২৬ মার্চ) রাতে নগরীর কাটাখালি থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বাদী হয়ে একটি মামলা করেন।

মামলা নম্বর-৩১।  


কাল রাস্তা বের হলেই গণধোলাই দেয়া হবে: ছাত্রলীগ সভাপতি

হেফাজতের হরতালে সমর্থন, সঙ্গে ৬টি দাবি জানাল ইসলামী আন্দোলন

হাটহাজারীতে সংঘর্ষের মরদেহ নিয়ে তিন দফা বৈঠকেও সিদ্ধান্ত হয়নি

সাফল্যের বিচিত্র ধারায় এগিয়ে চলেছে বাংলাদেশ

আজও করোনায় দেশে ৩৯ জনের প্রাণহানি


মামলায় ওই বাসচালককে একমাত্র আসামি করা হয়। পরে আজ দুপুর ২টার দিকে মহানগরীর উপকণ্ঠ বেলপুকুর থানার মাহিন্দ্র বাইপাস এলাকা থেকে হানিফ পরিবহনের চালক আবদুর রহীমকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আবদুর রহীম পুঠিয়া উপজেলার বাড়ইপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

news24bd.tv নাজিম