হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

অনলাইন ডেস্ক

হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে বিএনপি কার্যালয়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের কর্মসূচিতে বাধা দেওয়া নিয়ে পুলিশ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হলে তাদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৮ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩২ রাউন্ড বুলেট ও ২১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।


কঠোর ভূমিকায় ‘যাবে’ হেফাজত, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ চ্যাম্পিয়ন

আগুনে ঘুমন্ত ৪ বছরের শিশু পুড়ে ছাই


জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী জানান, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে পুলিশ হামলা করে। এতে আমিসহ আমার দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক জি কে গউছের ভাই জি কে গফ্ফার, ছেলে মাজহারুল কিবরিয়া প্রীতম ও জিকে গফ্ফারের ছেলে ফয়েজকে আটক করেছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, বিএনপি নেতাকর্মীরা বিনা অনুমতিতে বিক্ষোভ কর্মসূচির নামে বিশৃঙ্খলতা সৃষ্টি করে।

এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা শুরু করে।

news24bd.tv তৌহিদ