বাংলাদেশকে ২ হাজার ১২৫ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক

অংশগ্রহণমূলক কর্মসংস্থান তৈরি ও করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার সহায়তা করবে বিশ্বব্যাংক। টাকার অংকে যা ২ হাজার ১২৫ কোটি টাকা।  

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। বিশ্বব্যাংক সূত্র বলছে, এই অর্থ দিয়ে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ফ্রেমওয়ার্ক তৈরি, যুবক ও মহিলাদের সামাজিক সুরক্ষা দিতে কাজে লাগাবে সরকার।

 

সংস্থাটির বাংলাদেশ প্রধান মার্সি টেম্বন বলেন, করোনা মহামারিতে কর্মসংস্থানের সুযোগ কমেছে বাংলাদেশে। তবে এরপরও জিডিপি প্রবৃদ্ধিতে ভালো করছে দেশটি। এমন সময়ে যারা চাকরি হারিয়েছেন তাদের সহায়তা ও নতুন কর্মসংস্থান তৈরিতে বাংলাদেশের পাশে থাকতে চায় বিশ্বব্যাংক।


কাল রাস্তা বের হলেই গণধোলাই দেয়া হবে: ছাত্রলীগ সভাপতি

হেফাজতের হরতালে সমর্থন, সঙ্গে ৬টি দাবি জানাল ইসলামী আন্দোলন

হাটহাজারীতে সংঘর্ষের মরদেহ নিয়ে তিন দফা বৈঠকেও সিদ্ধান্ত হয়নি

সাফল্যের বিচিত্র ধারায় এগিয়ে চলেছে বাংলাদেশ

আজও করোনায় দেশে ৩৯ জনের প্রাণহানি


এর আগেও দুই ধাপে বাংলাদেশকে ঋণ সহায়তা দিয়েছে উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক।

 

news24bd.tv নাজিম