ঢাকাসহ সারা দেশে আজ হেফাজতের সকাল-সন্ধ্যা হরতাল

ঢাকাসহ সারা দেশে আজ হেফাজতের সকাল-সন্ধ্যা হরতাল

নিজস্ব প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরবিরোধী বিক্ষোভে নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ রাজধানী ঢাকাসহ সারা দেশে হরতাল কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৫ মার্চ) রাত ৮টায় রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এ কর্মসূচির ঘোষণা দেন।

আবদুর রব ইউসুফী বলেন, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর পক্ষে আমি এই কর্মসূচি ঘোষণা করছি।


মোদির বাংলাদেশ সফর কি বলছেন মমতা

নেপালের সঙ্গে হোঁচট খেল বাংলাদেশ

দোয়া কবুলের সেরা সময়

কাল রাস্তা বের হলেই গণধোলাই দেয়া হবে: ছাত্রলীগ সভাপতি


তিনি বলেন, ঢাকার বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে ​প্রতিবাদী মুসল্লিদের ওপর পুলিশ ও সরকারদলীয় ক্যাডার বাহিনী হামলা করে পাঁচজনকে শহীদ করেছে।

অসংখ্য মুসল্লিকে আহত করেছে ও গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে শনিবার (২৭ মার্চ) সারা দেশে বিক্ষোভ এবং রোববার (২৮ মার্চ) হরতাল এ কর্মসূচি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমী, সহসাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ আমীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

রোববার হরতালের ডাক দিল হেফাজত

news24bd.tv নাজিম