শ্যালিকাকে ভারতে পাচারের চেষ্টা, দুলাভাই আটক

প্রতীকী ছবি

শ্যালিকাকে ভারতে পাচারের চেষ্টা, দুলাভাই আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কিশোরী শ্যালিকাকে ভারতে পাচারের অভিযোগে দুলাভাই রানা মোল্যাকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে রানাকে কালিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামের পান্নু মোল্যার ছেলে। এ ঘটনায় রানার বিরুদ্ধে কালিয়া থানায় মানবপাচার আইনে মামলার প্রস্তুতি চলছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শ্যালিকা হালিমা খাতুনকে (১১) পিকনিকে যাওয়ার কথা বলে দুলাভাই রানা ভারতে পাচারের চেষ্টা করে। হালিমাকে গত ১১ এপ্রিল কালিয়া থেকে চট্টগ্রামে নিয়ে যান। পরে হালিমাকে ঢাকায় এনে রাখা হয়।

কয়েক দিনে মেয়ের কোনো খোঁজখবর না পেয়ে হালিমার মায়ের সন্দেহ হয়। হালিমার মা নাজমা বেগম বিষয়টি কালিয়া পুলিশকে অবগত করেন।

এদিকে, শ্যালিকা হালিমাকে নিয়ে দুলাভাই রানা ঢাকা থেকে নড়াইলে ফিরছিলেন। পথে রানাকে আটক করে কালিয়া থানা পুলিশ। সেই সঙ্গে হালিমাকে উদ্ধার করা হয়।

জানা যায়, প্রায় চার বছর আগে রানা মোল্যার সঙ্গে নড়াইলের কালিয়ার বড়নাল গ্রামের হাসমত মোল্যার মেয়ে প্রিয়া সুলতানার বিয়ে হয়। প্রিয়ার ছোট বোন হালিমাকে পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে ভারতে পাচারের চেষ্টা চালান রানা।

ওসি শেখ শমসের আলী বলেন, এ ঘটনায় হালিমার মা নাজমা বেগম বাদী হয়ে রানার নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন।