এ বছরের প্রথম সুপারমুন দেখা যাবে আজ

এ বছরের প্রথম সুপারমুন দেখা যাবে আজ

অনলাইন ডেস্ক

এই বছরের প্রথম সুপারমুন দেখা যাবে আজ। নাসা এক বিবৃতিতে জানিয়েছে, রোববার রাত ১২টা ৪৮ মিনিটে কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে। আর এজন্যই আমরা চাঁদকে সবচেয়ে কাছে দেখব এবং আমাদের কাছে বড় মনে হবে। এসময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চন্দ্র ও সূর্য এক অপরের বিপরীতে অবস্থান করবে।

  


আইপিএলের ছাড়পত্র পেলেন মুস্তাফিজও

২১১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে টায়ার জ্বালিয়ে হেফাজতের রাস্তা অবরোধ

কিছু অসমাপ্ত উপসংহারও থাকতে হয়


নাসা আরও জানিয়েছে, এ বার টানা ৩ দিন ধরে রাতের আকাশে বেশ বড় চাঁদ দেখতে পাওয়া যাবে। গতকাল শনিবার গভীর রাত থেকে মঙ্গলবার (৩০ মার্চ) পর্যন্ত এমন বড় আকারের চাঁদ দেখা যাবে।  

এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেওয়া হয় ১৯৭৯ সালে। নাসার জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ জানাচ্ছেন, এ বছরে ৪টি ‘সুপারমুন’ হবে।

মার্চ থেকে জুনের মধ্যে দেখা যাবে। কেউ কেউ আবার বলছেন ৩টি ‘সুপারমুন’ হবে এপ্রিল ও মে মাসে।  

news24bd.tv আয়শা