গাজীপুরে বিএনপির ১৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গাজীপুরে বিএনপির ১৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Other

গাজীপুরে পুলিশের কাজে বাধা ও যান চলাচলে প্রতিবন্ধকতার অভিযোগে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

শনিবার রাতে গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন বাদী হয়ে এ মামলা করেছেন। মামলায় ৪১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন।

তারা পাশের ভাওয়াল রাজবাড়ি সড়কে যানবাহন চলাচলে বাধা দেন।


ব্রাহ্মণবাড়িয়াতে সরকারি স্থাপনায় আগুন,প্রেসক্লাবে হামলা

পল্টন মোড়ে লাঠিসোটা নিয়ে হেফাজত নেতাকর্মীদের অবস্থান

হরতালকে ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সাইনবোর্ডে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে আহত ৩


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরে যেতে বললে, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশও লাঠিচার্জ এবং কয়েক রাউন্ড টিয়ারশেল ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় শনিবার রাতে সদর থানার এসআই মো. আল আমিন বাদী হয়ে মামলা করেছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল ও ছাত্রদলের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মুনির জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন বিরোধী সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে শনিবার দুপুরে গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি।

সমাবেশের অনুমতি নিলেও পরে বাধা দেয় পুলিশ। সমাবেশ চলাকালে নেতাকর্মীদের লাঠিচার্জ এবং গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন।

news24bd.tv তৌহিদ