সংবাদ সম্মেলনে হেফাজতের আমির বাবুনগরী যা বললেন

সংবাদ সম্মেলনে হেফাজতের আমির বাবুনগরী যা বললেন

অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, বিনাউসকানিতে হাটাহাজারী থানার পুলিশ মাদরাসার শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে। এই দাবি করে তিনি হাটাহাজারী থানার ওসি রফিকুল ইসলামের অপসারণ চেয়েছেন।  

আজ রোববার (২৮ মার্চ) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ত্রিবেণী মোড়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, 'পুলিশের হামলায় হাটাহাজারীর মাদরাসার যেসব শিক্ষার্থী আহত হয়েছে তাদের চিকিৎসার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।

এছাড়া হাটাহাজারী থানার ওসিকে অপসারণে প্রশাসনের কাছে দাবি জানাই। '


ঢিলেঢালাভাবে হরতাল চলছে হেফাজতের ঘাঁটি চট্টগ্রামে

সুনামগঞ্জে লাঠি সুটা নিয়ে হেফাজতের নেতা-কর্মীদের হরতাল পালন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপ টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ

হরতালে মাদারীপুরে গণপরিবহন চললেও যাত্রী চলাচল সীমিত


তিনি আরও বলেন, আমরা সকলে শান্তিপূর্ণ হরতাল পালন করছি। এই হরতালে তারা অংশ নিয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাই। একই সঙ্গে এই হরতালকে কেন্দ্র করে উসকানিমূলক কাজ করা যাবে না।

হরতাল শেষে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ব্যারিকেড তুলে দেয়া হবে। ছাত্রদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

news24bd.tv / কামরুল