মিথ্যাবাদীকে আল্লাহ ঘৃণা করেন

মিথ্যাবাদীকে আল্লাহ ঘৃণা করেন

অনলাইন ডেস্ক

মিথ্যাকে সব পাপের জননী বলা হয়। একটি মিথ্যা থেকে শতশত পাপের সূত্রপাত হয়। মিথ্যাবাদীকে আল্লাহ প্রচণ্ড ঘৃণা করেন। আল কোরআন ও হাদিসে মিথ্যুক এবং মিথ্যাবাদীর ভয়ানক পরিণতির কথা বলা হয়েছে।

 

পবিত্র কোরআন ও হাদিসে মিথ্যাবাদীর অত্যন্ত ভয়ানক পরিণতির কথা বর্ণিত হয়েছে। পবিত্র কোরআন বলছে, মিথ্যাবাদীদের ওপর আলল্গাহর লানত নেমে আসে (সুরা আলে ইমরান, আয়াত :৬১)।

আল্লাহ বলেন, ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ কর না। ’ (সূরা বনি ইসরাইল, আয়াত : ৩৬)।

রাসূল (সা.) বলেন, ‘মানুষ যখন মিথ্যা কথা বলে, তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা মিথ্যাবাদী থেকে এক মাইল দূরে চলে যায়। ’ (তিরমিজি : ১৯৭২)

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সুপথ প্রদর্শন করেন না। ’ (সুরা : মুমিন, আয়াত : ২৮)

রাসুল (সা.) বলেছেন, ‘যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা পরিত্যাগ করো। যে বিষয়ে সন্দেহ নেই তা গ্রহণ করো। কেননা সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ। ’ (তিরমিজি, হাদিস : ২৫১৮)


বিএনপি নেত্রী নিপুণ রায় আটক

সংবাদ সম্মেলনে হেফাজতের আমির বাবুনগরী যা বললেন

সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে শিশুর অর্ধ-গলিত মরদেহ উদ্ধার


সামুরাহ বিন জুনদুব (রা.) বলেন, রাসুল (সা.) একদিন (ফজর নামাজ শেষে) আমাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ আজ কোনো স্বপ্ন দেখেছ কি? আমরা বললাম, না। তিনি বলেন, কিন্তু আমি দেখেছি যে দুজন ব্যক্তি আমার কাছে এলো। অতঃপর তারা আমাকে পবিত্র ভূমির (শাম বা বায়তুল মুকাদ্দাসের) দিকে নিয়ে গেল। হঠাৎ দেখতে পেলাম, এক ব্যক্তি বসে আছে আর এক ব্যক্তি লোহার আঁকড়া হাতে দাঁড়িয়ে। দাঁড়ানো ব্যক্তি বসে থাকা ব্যক্তির (এক পাশের) চোয়ালটা এমনভাবে আঁকড়াবিদ্ধ করছিল যে, তা (চোয়াল বিদীর্ণ করে) মস্তকের পেছনের দিক পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। অতঃপর অপর চোয়ালটিও আগের মতো বিদীর্ণ করল। ততক্ষণে প্রথম চোয়ালটা জোড়া লেগে যাচ্ছিল। আঁকড়াধারী ব্যক্তি পুনরায় সেরূপ করছিল।

...অতঃপর তারা আমাকে ব্যাখ্যা বলে দিল যে আপনি যে ব্যক্তির চোয়াল বিদীর্ণ করার দৃশ্য দেখলেন সে মিথ্যাবাদী; মিথ্যা কথা বলে বেড়াত, তার বিবৃত মিথ্যা বর্ণনা ক্রমাগত বর্ণিত হয়ে দূর-দূরান্তে পৌঁছে যেত। ফলে তার সঙ্গে কিয়ামত পর্যন্ত (কবরে) এরূপ আচরণ করা হবে। (বুখারি, হাদিস : ১৩৮৬)

কোরআন ও হাদিসে মিথ্যা বলাকে মুনাফিকের আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। সুরা মুনাফিকুনে বলা হয়েছে, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা মিথ্যাবাদী (আয়াত :১)।  

রাসুল (সা.) বলেন, মুনাফিকের আলামত ৩-৪টি। তার মধ্যে একটি হচ্ছে, যখন সে কথা বলে, তখন সে মিথ্যা বলে। (বুখারি)

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক