ভুল অপারেশনে রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

ভুল অপারেশনে রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

Other

নোয়াখালীর বেসরকারি প্রাইম হাসপাতালে ভুল অপারেশনে বিটন রহমান নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মৃত রোগীর আত্মীয়-স্বজনরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যুর ঘটনা ঘটলে সকাল ১০টার ভাঙচুর চালায়। মৃত রোগী বিটন কবিরহাট উপজেলার উত্তমপুর লামছি গ্রামের আলহাজ্ব মফিজ মিয়ার ছেলে।

 

এ ঘটনায় রোগীর স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মৃত রোগীর আত্মীয়-স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও চিকিৎসক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের বড় বোন লাইলী বেগম বলেন, গতকাল বিকাল ৫টায় আমার ভাইকে মেরুদণ্ড অপারেশনের জন্য প্রাইম হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যায়।

প্রায় তিন ঘণ্টা অপারেশন হয়েছে বলে জানায় হাসপাতালের লোকজন। রাত ১২টা বাজলেও ওরা জানায় আমার ভাইয়ের জ্ঞান ফিরে নাই। এরপর ভোর সাড়ে ৫ টায় বলে, আমার ভাই নাকি মারা গেছে।  


বিএনপি নেত্রী নিপুণ রায় আটক

আইপিএলের ছাড়পত্র পেলেন মুস্তাফিজও

২১১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে টায়ার জ্বালিয়ে হেফাজতের রাস্তা অবরোধ


নিহতের ভাই জহির উদ্দিন বলেন, ডাক্তারের ভুল অপারেশনের কারণে আমার ভাই মারা গেছে।  

অভিযুক্ত ডা. মো. ফরিদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।  

সুধারাম মডেল থানার ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।  

news24bd.tv নাজিম