আরব দেশের জনপ্রিয় ত্বীনফল এখন বানিজ্যিক ভাবে চাষ দিনাজপুরে

নিজস্ব প্রতিবেদক

আরব দেশের জনপ্রিয় ত্বীনফল এখন বানিজ্যিক ভাবে চাষ করা হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জে। এই ফল উৎপাদন করে এরই মধ্যে সফলতা পেয়েছেন উদ্যোক্তা মতিউল মান্নান। নতুন এই  ফল দেখতে প্রতিদিন মতিউলের বাগানে ভীড় করছেন অনেকে। স্বাদে আর পুষ্টি-গুণে সমৃদ্ধ এই বিদেশী ফল চাষে প্রসারের লক্ষ্যে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ।

 

দিনাজপুরে আরব দেশের জনপ্রিয়ৎ ত্বীন ফলের বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মতিউল মান্নান। করোনাকালীন এই সময়ে গাজীপুর থেকে চারাগাছ সংগ্রহ করে পতিত থাকা ৪ বিঘা জমিতে ত্বীনফলের বাগান করেন তিনি। গাছ লাগানোর তিনমাস পরই ফল আসতে শুরু করে।


সংবাদ সম্মেলনে হেফাজতের আমির বাবুনগরী যা বললেন

ঢিলেঢালাভাবে হরতাল চলছে হেফাজতের ঘাঁটি চট্টগ্রামে

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপ টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ

হরতালে মাদারীপুরে গণপরিবহন চললেও যাত্রী চলাচল সীমিত


মতিউল মান্নান জানান, সাধারণত মরুভূমির গরম আবহাওয়ায় এই ফল  চাষ হয় ।

তবে দিনাজপুরের আবহাওয়া ও মাটি এই ফল  চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভাল হয়েছে। কয়েক দিনের মধ্যে ত্বীনফল বানিজ্যিক ভাবে বিক্রি শুরু করবেন  তিনি । মতিউল মান্নানের ত্বীন ফলের বাগান দেখতে আসছেন অনেকেই ।

স্বাদে আর পুষ্টি-গুণে সমৃদ্ধ এই বিদেশী ফল চাষ প্রসারের লক্ষ্যে  কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ একটি ত্বীন গাছে ফল ধরে ৭০ থেকে ৮০টি । একেকটি গাছ ৩০-৩৫ বছর পর্যন্ত একটানা ফল দেয় ।

news24bd.tv / কামরুল